শ্রীনগরে বাবার হাতে ছেলে খুন
মো. আসাদুজ্জামান জীবন, শ্রীনগর (মুন্সিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৫ পিএম

ছবি : প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘটে গেছে তিনটি মৃত্যুর ঘটনা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হলো বাবার হাতে ছেলে খুন।
সোমবার (১ সেপ্টেম্বর) ষোলঘর জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ষোলঘর জোড়পুকুর এলাকায় সকাল আনুমানিক ৮টার দিকে আবুল হোসেন (৭০) এর ছেলে আব্দুল আহাদ (৩২) বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করে। নেশাগ্রস্ত অবস্থায় টাকা না দেওয়ায় সে ছুরি নিয়ে বাবার উপর চড়াও হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় নিজেই ছুরিকাঘাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় আহাদ। ঘটনার পর শ্রীনগর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয় এবং অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, উপজেলার কোলাপাড়ায় বাবুলের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় ৭০ বছরের বৃদ্ধ মামুন কাজীর লাশ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা তদন্ত করছে পুলিশ।
এছাড়া সকাল ৮টার দিকে উপজেলার হর এলাকায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ধারণা করা হচ্ছে, ভোর ৪টা ৩৬ মিনিটে এই পথ দিয়ে যাওয়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।
কেকে/এআর