শীতলক্ষ্যায় মাথাবিহীন যুবক হাবিবুরের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার (৩১ আগস্ট) দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে গোলজার হোসেন (৩৯) ও মোসলে উদ্দিনের ছেলে মোজাম্মেল হোসেনকে (৩২) আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মহসীন তাদের দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
পিবিআই জানায়, গত ২৭ আগস্ট বন্দরের কুড়িঁপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে ভেসে ওঠে মাথাবিহীন এক অজ্ঞাত যুবকের লাশ। খবর পেয়ে পিবিআই টিম ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করে। তিনি সোনারগাঁয়ের কাঁচপুর মধ্যপাড়ার মো. চাঁন মিয়ার ছেলে হাবিবুর (২৮)। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে শনাক্ত করে পিবিআই। পরে ৩০ আগস্ট রাতে কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কেকে/এজে