রোদে শুকানো হচ্ছিল গাঁজা, ৩০ গাছসহ বৃদ্ধ আটক
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম

ছবি : প্রতিনিধি
রংপুরের পীরগাছায় গাছ থেকে তুলে রোদে শুকানো হচ্ছিল গাঁজা। এ খবর পেয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩০টি গাঁজার গাছ ও ২ কেজি কাচা গাঁজার পাতাসহ এক বৃদ্ধকে আটক করে পীরগাছা থানা পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক বৃদ্ধ মোহাম্মদ হারুন মিয়া (৬৫) নামে উপজেলার ইটাকুমারী বটতলা এলাকার মৃত আসর আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে এসআই শফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই বৃদ্ধকে রৌদ্রে শুকাতে দেওয়া ২ কেজি গাঁজার পাতাসহ হাতেনাতে আটক করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খামার ইটাকুমারী এলাকার শাহ আলীর পুকুরপাড়ে কলাবাগানের ভেতর বিশেষভাবে রোপণ করা ৩০টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। তবে অভিযানকালে শাহ আলী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত গাছগুলোর ওজন প্রায় ১০ কেজি।
পীরগাছা থানার ওসি রোমের বড়ুয়া জানান, পৃথক দুটি অভিযানে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেকে/এআর