ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ঘয়নাঘাটা এলাকায় ব্রিজসংলগ্ন পশ্চিম দিকে চলে যাওয়া সড়কটি গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে সড়কের প্রায় ৩০ ফুট অংশ পাশের খালের মধ্যে ধসে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলছে যানবাহন।
সরেজমিনে দেখা যায়, সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়ার বাড়ির পশ্চিম পাশে পৌরসভার ৬নং ওয়ার্ডের চারঘাটা এলাকায় সড়কের করুণ এই অবস্থা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন সৈকত অভিযোগ করে বলেন, প্রতিদিন এই ধসে যাওয়া সড়ক দিয়ে ইট, বালি ও গরুবাহী ট্রাক চলাচল করায় আরো ধসের আশঙ্কা রয়েছে। পুরোপুরি ধসে গেলে তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না। তখন পার্শ্ববর্তী আগৈলাজাড়া উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি আরো জানান, ধসে যাওয়া অংশে রাতে আলো না থাকায় মাঝেমধ্যেই ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে খালের মধ্যে পড়ে যায়।
স্থানীয় ইজিবাইক চালক আজিক খান বলেন, দ্রুত ধসে যাওয়া সড়কটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে হবে। এছাড়া রাতে চলাচলের সুবিধার্থে সড়কে লাইট বসানোর দাবি জানান তিনি। ঘয়নাঘাটা থেকে শুরু করে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের একমাত্র এই সড়কটির এখন খুবই নাজুক অবস্থা।
এ বিষয়ে গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান বলেন, ভারী বৃষ্টির কারণে ওই সড়কে ধস দেখা দিয়েছে। মেসার্স তানবিন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়কের কাজ করেছে। ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের বিল আটকে রাখা হবে।
কেকে/এআর