পটুয়াখালীর গলাচিপার যুবদল নেতা মো. সিপন গাজীর ইয়াবা সেবনের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের এক নম্বর সদস্য বলে জানা গেছে।
বুধবার (১৩ আগস্ট) পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের এক নম্বর সদস্য মো. সিপন গাজীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, তিনি বেশ কয়েকজন যুবকদের নিয়ে রাতের আঁধারে ইয়াবা সেবন করছিলেন। এ বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করে জানা গেছে, সিপন গাজী ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তাই তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। যদি তা না করা হয় তাহলে এলাকায় মাদকের অভয়ারণ্যে পরিণত হবে ও যুবসমাজ মাদকে আসক্ত হবে।
এ বিষয়ে সিপন গাজীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
কেকে/এএস