ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুকনী-বিদ্যানন্দী-নোয়াকান্দাসহ তিনটি গ্রামের লোকজন সম্মিলিতভাবে পার্শ্ববর্তী সুয়াদী গ্রামবাসীর বিপক্ষে সংঘর্ষের মহড়া দেয়। প্রতিপক্ষরাও ব্যাপক প্রস্ততি নেয়।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তিন গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদ্যযন্ত্র সহকারে সুয়াদী গ্রাম অভিমুখে রওয়ানা দেয়। খবর পেয়ে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল স্থানীয় বিদ্যানন্দী মাঠে সুয়াদী গ্রাম বনাম সুকনী গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা চলাকালে এক অপ্রীতিকর ঘটনা নিয়ে দুই পক্ষ রাতেই প্রস্তুতি নিয়ে এলাকায় মাইকিং করে।
পরে জিয়ামিন সরদার, চাঁন মিয়া মাতুব্বরের নেতৃত্বে ওই তিন গ্রামবাসী একত্রিত হয়ে সুয়াদী গ্রামবাসীর বিপক্ষে সংঘর্ষের মহড়া দেয়। এ সময় বিল্লাল মাতুব্বরের নেতৃত্বে তারাও প্রস্তুতি নেয়। পরে পুলিশ এসে দু'পক্ষকে নিবৃত করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের উপক্রম দেখা দিলে ভাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কেকে/এআর