চুয়াডাঙ্গার জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলমকে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর আদাবর থানার গার্মেন্টকর্মী মো. রুবেল (১৮) হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত সোমবার (৪ আগস্ট)ঢাকার মোহাম্মদপুর বাসা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করে ডিবি পুলিশ।
রিমান্ড আবেদন বলা হয়, আসামি জাহাঙ্গীর এ মামলার তদন্তপ্রাপ্ত আসামি। ঘটনার দিন সে আদাবর থানাধীন এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিয়োজিত ছিল।
মামলা সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়।
গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরসহ কয়েকজনকে মামলায় আসামি করা হয়।
কেকে/এএস