কোনো বিশৃঙ্খলাকারীর জায়গা বিএনপিতে হবে না। বিএনপি অপরাজনীতি পছন্দ করে না সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেক নেতাকর্মীরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-১ ধনবাড়ী-মধুপুর আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে মধুপুর পৌরসভার শেওড়াতলা এলাকায় তার নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, টাঙ্গাইল-১ ধনবাড়ী-মধুপুর আসনের সব জনসাধারণের ভাগ্যের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেন। জনগণের পাশে জীবনের বাকি সময়ও থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন।
সভায় পৌর বিএনপির নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় ও রানিয়াদ আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শামছুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ ও ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লালন ফকিরসহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় কর্নেল আজাদের মতবিনিময় সভায় বিএনপির কর্মী-সমর্থকসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
কেকে/এএস