বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারপত্র মুসুল্লিদের মাঝে বিলি করেছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ১ আসনে মনোনয়ন প্রত্যাশী মো. দুলাল হোসেন।
শুক্রবার (১ আগস্ট) মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় মুসুল্লিদের নিয়ে পূর্বাচলের ভোলানাথপুর এলাকায় প্রচারপত্র বিলি করেন তিনি।
এ সময় সাংবাদিকদের বলেন, ৩১ দফা হলো দেশ গড়ার, নতুন বাংলাদেশ করার আধুনিক ও মানসম্মত পরিকল্পনা। আমরা বিগত সময়ে আওয়ামী লীগের সব নির্যাতন সয়ে মাঠে ছিলাম। ভবিষ্যতে থাকব। রূপগঞ্জবাসীর উন্নয়নে কাজ করব।
পূর্বাচলের সুবিধাবঞ্চিতদের নিয়ে অতীতের মতোই মাঠে থাকব। নিজ এলাকার জন্য নিজেকে বিলিয়ে দেব। নেতা হতে আসিনি, সেবা করতে মাঠে আছি।
কেকে/এএস