সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
দেশজুড়ে
চকরিয়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১০
এম.মনছুর আলম, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:১৯ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় গোপন সংবাদ পেয়ে মাদকবিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ায় দীর্ঘ দিন ধরে বেশকিছু যুবক মাদকাসক্ত হয়ে রাস্তা-ঘাটে মানুষের সাথে উচ্ছৃঙ্খল ও খারাপ ধরনের আচরণ করে আসছিল। এরই প্রেক্ষিতে স্থানীয় লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের আলোকে গোপন সংবাদের মাধ্যমে রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় ১০জন ব্যক্তিকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন ওই এলাকার মো. সেলিম (৪৫), মো. রুবেল(২১), মো. রাজিব (২৩), মো. সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), মো. বাদশা (৩২), মো. আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০), মো. বাবুল (২১)।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে আদালত বসিয়ে আটকদের মধ্যে মো. সেলিমকে (৪৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও আটক অপর ৯জন ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারা মোতাবেক ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরে এসব অপরাধীদের কারাগারে প্রেরণের জন্য চকরিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন চকরিয়া থানা পুলিশের একটি টিম।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  চকরিয়া   ভ্রাম্যমাণ আদালত   অভিযান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মানবিক পদক্ষেপে প্রশংসায় ভাসছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস
অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি
কুশিয়ারা নদীতে শ্রমিকের লাশ উদ্ধার
বেনাপোলে কমছে আমদানি-রফতানি, বিকল্প রুটে ঝুঁকছে ব্যবসায়ীরা
মাদারগঞ্জে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close