নড়াইলের কালিয়ায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে সালামাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম বিশ্বাস।
প্রধান বক্তা হিসেবে, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান (মিলু), বিশেষ অতিথি, কালিয়া উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আসজাদুর রহমান মিঠু, পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র পৌর বিএনপি সভাপতি রেজাই রাব্বী কামাল, সাবেক সদস্য সচিব কালিয়া পৌর বিএনপি, মনিরুজ্জামান (মনা), সিনিয়ির সহসভাপতি নড়াইল জেলা যুবদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়া পৌর বিএনপি, শেখ সিহাব উদ্দিন, নড়াগাতী থানা বিএনপি সভাপতি খান মতিয়ার রহমান, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল কবির।
কালিয়া যুবদলের আহ্বায়ক মো. কামাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, সদস্য সচিব, কালিয়া উপজেলা যুবদল মো. আর্মস্ট্রং সরদার।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ঐক্য সুদৃঢ় করতে নেতাকর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান।
এ সময় নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদর আংশিক) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেন। সভায় বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস