শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
দেশজুড়ে
ঢোলভাঙ্গা নদী দখল করেছে কচুরিপানা, নৌ যোগাযোগ ব্যাহত
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ২:৫৭ পিএম
ছবি: বাঞ্ছারামপুর সদর পৌরসভার দূর্গারামপুর এলাকা থেকে তোলা ছবি।

ছবি: বাঞ্ছারামপুর সদর পৌরসভার দূর্গারামপুর এলাকা থেকে তোলা ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকাসহ উপজেলার অন্তত ২০টি গ্রাম তিতাস নদী বেষ্টিত ঢোলভাঙ্গা এখন কচুড়ি পানার দখলে। সদর পৌরসভাসহ উপজেলার সংযোগ সংযোগ ব্রিজ হতে দরিয়াদৌলত ইউনিয়নের ফেরাজিয়াকান্দি পর্যন্ত ২০টি গ্রামের  প্রায় ২০ কিলোমিটার নদী জুড়ে কচুরিপানার বিস্তার রয়েছে। যার ফলে এই নদী দিয়ে নৌযান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। 

পৌরসভার টেকপাড়া, দূর্গারামপুর, জগন্নাথপুর, দশদোনাসহ সোনারামপুর, বাখরনগর, কদমতুলি, গ্যাস ফিল্ড,সফিরকান্দিসহ ২০টি গ্রামের নদী দখল করেছে কচুরিপানা। 

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এর সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। চিরচেনা তিতাস নদীতে কচুরিপানার স্তূপ জমে যাওয়ায় নৌযান চলতে অসুবিধা হচ্ছে। এবং নদীর পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এক সময় দেখা গেছে নদীর পাড়ের বাসিন্দারা নদীতে গোসল করতো এবং গৃহস্থালি কাজে নদীর পানি ব্যবহার করতো। এছাড়াও শিশু, কিশোর-কিশোরী নদীতে আনন্দ উল্লাস করে সাতার কাটতো, ঐতিহ্যবাহী নৌকা বাইচ হতো। এই কচুরিপানার কারনে সব কিছুই বিলুপ্তি প্রায়। 

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ২০২০ সালে তিতাস নদী পুনঃখননের কাজ শুরু করে শেষ ২৯২৪ সালে কিন্তু নদী খননের সুযোগে আওয়ামী লীগ নেতারা মেতে উঠেছিল বালু বিক্রির মহাউৎসবে। শত কোটি টাকার বালু বিক্রি করেছে নদী খনন সিন্ডিকেট। স্থানীয়রা আরো জানায় নদীতে কচুরিপানার আবদ্ধতার কারনে নদীর পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তাদের দাবি প্রশাসনের উদ্যোগে তিতাস নদী থেকে কচুরিপানা অপসারণ করা হলে নদীর পাড়ের মানুষের অনেক উপকার হবে এবং নৌযান চলাচলে সুবিধা হবে। 

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, তিতাস অধিনস্ত ঢোলভাঙ্গা নদী পুনঃখনন প্রকল্পের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। বিআইডব্লিউটিএ তারা তাদের মতো কাজ করছে।

পৌর এলাকার কচুড়িপানা পরিষ্কার করতে পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। 

অন্যান্য অঞ্চলের কচুড়িপানা পরিস্কার করতে হলে স্থানীয়রা উদ্যোগ নিতে হবে অথবা ইউনিয়ন পরিষদের যদি ফান্ড থাকে তাহলে ওই ফান্ড থেকে টাকা ব্যয় করে পরিস্কার করা যেতে পারে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close