তালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
রোববার (২০ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার জাতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের এ দণ্ডাদেশ দেন।
সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রিকালে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার জাতপুর বাজারের ২ ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করেন। এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুদ করার দায়ে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ৫ (২) ক ধারায় ব্যবসায়ী শহীদুল ইসলামকে ১০ হাজার ও নিতাই পালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, মেরিন ফিসারিজ অফিসার আসারুল ইসলাম, ফিল্ড অফিসার রমিজ উদ্দিন, জাতপুর ক্যাম্প ইনচার্জ অশোক কুমার পাল, জাতপুর বাজার কমিটির সর্বাধিনায়ক ইমরান সরদার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা তারিক ইমাম বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস