সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
দেশজুড়ে
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে নারী সাংবাদিক গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৬:৪২ পিএম
গ্রেফতার নারী সাংবাদিক সাবিনা ইয়াসমিন পুতুল। ছবি : প্রতিনিধি

গ্রেফতার নারী সাংবাদিক সাবিনা ইয়াসমিন পুতুল। ছবি : প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাবিনা ইয়াসমিন পুতুল নামের এক নারী সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২০ জুলাই) তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে, শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।  

সাবিনা ইয়াসমিন পুতুল একজন নারী উদ্যোক্তা নবীনগর বাজারের সমবায় সুপার মার্কেটে একজন ব্যবসায়ী ও দৈনিক ভোরের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি এবং নবীনগর রিপোর্টার্স ক্লাবের দফতর সম্পাদক।

তার গ্রেফতারের খবরে রাতেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী আনন্দ প্রকাশ করে থানা গেটের সামনে এসে আওয়ামী দোসরদেরকে গ্রেফতারের দাবিতে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল করে।

সাবিনা ইয়াসমিন পুতুলের পরিবার এবং তার রাজনৈতিক সহকর্মীরা এ গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা যায় ,সাবিনা ইয়াসমিন পুতুল নবীনগরে একজন পরিচিত মুখ। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন । গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় এসেছিলেন। ওই নির্বাচনী পোস্টারে তিনি আওয়ামী লীগ নেতাদের ছবি ব্যবহার করেছিলেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন।

এরপর ‘জনতার ভাইস চেয়ারম্যান’ নামের ফেসবুক পেজ থেকে নিয়মিত নানা বিষয়ে লেখালেখি করতেন। সবশেষ গত সপ্তাহে সাবিনা ইয়াসমিন পুতুল তার ‘জনতার ভাইস চেয়ারম্যান পুতুল’ নামের  ফেসবুক পেজটি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিতর্কিত একটি পোস্ট দিয়ে সমালোচিত হন।

পুতুল নিজে একজন আওয়ামী সমর্থক হয়েও বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাকে নিয়মিত মিছিল-সমাবেশে অংশ নিতেও দেখা যায়।

এ ব্যাপারে তার স্বামী প্রবাসী আক্তার হোসেন বলেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাসানো হয়েছে, সে বরাবরই ন্যায়ের পক্ষে কথা বলেছে, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে শুরু থেকেই জড়িত ছিল অথচ বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। এটা অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

এ ব্যাপারে রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, তিনি গত একমাস আগেই আমাদের ক্লাব থেকে চলে গেছেন তবে একজন সাংবাদিক হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, ৫ আগস্টের আগে উপজেলার শিবপুরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুতুলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  নবীনগর   সন্ত্রাস বিরোধী আইন   নারী সাংবাদিক   গ্রেফতার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি
কুশিয়ারা নদীতে শ্রমিকের লাশ উদ্ধার
বেনাপোলে কমছে আমদানি-রফতানি, বিকল্প রুটে ঝুঁকছে ব্যবসায়ীরা
মাদারগঞ্জে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ
কোনাবাড়ীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close