জামালপুরে মেলান্দহে দেশব্যাপী চলমান অপারেশনের অংশ হিসেবে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে মেলান্দহ থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, তেঘরিয়া গ্রামের মোজাহার মণ্ডলের ছেলে, কুলিয়া ইউনিয়নের যুবলীগের সহসাধারণ সম্পাদক মো. উজ্জ্বল (৪০) ও আমডাঙ্গা গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফারুক রানা (২৭)।
আটককৃতদের মেলান্দহ থানার মামলা নং-৯ অনুযায়ী গ্রেফতার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম।
কেকে/এএস