আন্তর্জাতিক আপত্তি সত্ত্বেও তিব্বত ও ভারতের ব্রহ্মপুত্র নদীর উৎস তিব্বতে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে চীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
শনিবার (১৯ জুলাই) তিব্বতে নদীটির ওপর নির্মিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। খবর এএফপির।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রধানত অন্য অঞ্চলে সরবরাহ করা হবে, তবে স্থানীয়ভাবে তিব্বতের চাহিদাও পূরণ করবে।’
নির্মাণ শেষ হলে এই বাঁধটি চীনের কেন্দ্রীয় অঞ্চলের ইয়াংসি নদীর ওপর নির্মিত ‘থ্রি গর্জেস বাঁধকেও’ ছাড়িয়ে যেতে পারে এবং এটি বাংলাদেশ ও ভারতের ভাটি অঞ্চলের প্রবাহে কোটি কোটি মানুষের ওপর প্রভাব পড়তে পারে।
প্রকল্পটির অধীনে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যার মোট বিনিয়োগ প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার) বলে জানিয়েছে সিনহুয়া।
এদিকে চলতি বছরের জানুয়ারিতে ভারত বলেছিল, তিব্বতের এই প্রকল্প নিয়ে চীনের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে নয়াদিল্লি। ভারত বলেছে, তারা তিব্বতে চীনা বাঁধ নির্মাণের বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কেকে/এআর