সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো চাকু, দুইটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সাভার মডেল থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি পল্লি বিদ্যুৎ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার বলাহার গ্রামের মৃত জাহিদুলের ছেলে ইয়াকুব (৩২), ঢাকা জেলার সাভার থানার উত্তর চাপাইন লালটেক এলাকার মো. নিজামের ছেলে মো. রাকিব সরদার (১৯), মানিকগজ্ঞ জেলার হরিরামপুর থানার নীল গ্রামের আলী আক্কাসের ছেলে আ. করিম ওরফে বিচ্চু (৩২)।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শাহাদাত হোসেন নামে এক ব্যাক্তি তার চাচাতো ভাইকে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়ার জন্য সাভারের সিআরপি পল্লী বিদ্যুৎ এলাকায় যান। সেখানে ৯/১০ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে হাতে থাকা সুইচ গিয়ার চাকু, এসএস পাইপ নিয়ে ডাকাতি উদ্দেশে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে বিষয়টি থানা পুলিশকে জানান। পরে ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকায় টহলরত সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৩ ডাকাতকে আটক করে এবং অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়।
ঢাকা জেলা পুলিশের (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি ডাকাতির মামলা রুজু দায়ের করে গ্রেফতারকৃতদেরকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/ এমএস