‘সদস্যদের কল্যাণ নিশ্চিত করা গেলে দায়িত্ব পালনে আন্তরিকতা ও পেশাদারিত্ব বৃদ্ধি পায়, যা পুলিশের সেবা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলে’—লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এমন মন্তব্য করেছেন জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
তিনি আরো বলেন, একটি সুশৃঙ্খল, মানবিক ও জনবান্ধব পুলিশ গড়ে তুলতে হলে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। তাঁদের চাহিদা, সমস্যা ও মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার)।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. কামরুল হাসান প্রিন্স, জেলার সব থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
সভায় জেলা পুলিশের সার্বিক কল্যাণ, পেশাগত দিকনির্দেশনা, সুযোগ-সুবিধা এবং সদস্যদের বিভিন্ন দাবি-পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার সদস্যদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভায় জুন মাসের কর্মপর্যালোচনার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ও সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, এই পুরস্কার শুধু সম্মাননা নয়, এটি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রতীক। যারা এ সম্মান পেয়েছেন, তারা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবেন।
সভা শেষে পুলিশ সুপার সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো কার্যকর ও মানবিক পুলিশি সেবা নিশ্চিতের আশাবাদ ব্যক্ত করেন।
কেকে/এএম