মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটির প্রধান বিচারক মণি দাস
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:১৭ পিএম
রাজীব মণি দাস
প্রথিতযশা কথাসাহিত্যিক, নাট্যকার ও গীতিকবি রাজীব মণি দাস রিয়েলিটি শো ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’-এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউজে স্টার মাল্টিমিডিয়ার উদ্যোগে বিবাহিত ও অবিবাহিত স্থূলকায় নারীদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি রিয়েলিটি শো’-এর (সিজন-২) গালা রাউন্ড অনুষ্ঠিত হয়।
এটি শুধু একটি সুন্দরী প্রতিযোগিতাই নয়, স্থূলকায় নারীদের স্বাস্থ্য-সচেতনতার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটানোরও একটি মাধ্যম।
এবার মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি রিয়েলিটি শো (সিজন-২) এর সেরা বিজয়ী হলেন—অনন্যা খান, প্রথম রানারআপ লাকী চন্দ, দ্বিতীয় রানারআপ মাফিয়া বর্ষা।
ছবি : সংগৃহীত
রিয়েলিটি শো-টি দীর্ঘদিন ধরে হাজার হাজার প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের পর ৭০ জন প্রতিযোগীকে ফাইনাল করা হয়। বিভিন্ন রাউন্ড শেষে সেরা ১০ জনকে গালা রাউন্ডের জন্য মনোনীত করা হয়। আর এই ১০ জন থেকে গালা রাউন্ডে বিজ্ঞ-বিচারকগণ পারফর্মেন্সের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি বিবেচনায় নিয়ে সেরা তিনজন নির্বাচিত করেছেন।
স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান প্রতিযোগী, বিচারক ও মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সকলের সহযোগিতা ও পরামর্শ আজ দ্বিতীয়বারের মতো এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হলো। সমাজ সচেতনতায় আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে।