বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনার বাংলা আবাসিক এলাকায় রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গদারবাগ এলাকার ৮টি নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালিত হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এবং অথরাইজড অফিসার (জোন-৭/২) সাঈদা ইসলামের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত এ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও অন্যান্য ইমারত পরিদর্শকগণ।
অথরাইজড অফিসার সাঈদা ইসলাম জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আওতাধীন এলাকায় কোনো ভবন নির্মাণের জন্য রাজউকের পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু এ ৮টি নির্মাণাধীন ভবনের মালিকরা অনুমোদন ছাড়াই নির্মাণ কাজ পরিচালনা করছিলেন।
অভিযানে অনুমোদনহীন ২টি নির্মাণাধীন ভবনের বর্ধিত অংশ ভেঙে অপসারণ করা হয়। এছাড়া, ৮টি ভবন থেকে ৮টি বিদ্যুৎ মিটার জব্দ করে তা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে।
অননুমোদিত নির্মাণ প্রতিরোধে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
কেকে/এজে