লালমনিরহাট আদিতমারী উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তামাকজাত দ্রব্যের স্বাস্থ্যের ক্ষতিকারক বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন আবাসিক মেডিকেল অফিসার সানাউল হক। তামাকের মতো বিষপাতার চাষ থেকে বিরত থাকা ও লাভজনক বিভিন্ন ফসলের চাষবাদ সম্পর্কে বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক।
সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম সাদী, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন।
প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠানপ্রধান, জনপ্রতিনিধি, ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
কেকে/এএস