চুয়াডাঙ্গার দামুড়হুদার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর বাড়িতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় আহ্বায়ক প্রতিনিধি সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও এন সিপির সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অর্ধশত প্রতিনিধির একটি দল গ্রামের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বুধবার (৯ জুলাই) বিকাল সারে ৪ টার সময় এনসিপির প্রতিনিধি দল নিহতের বাড়ি গিয়ে বিএসএফের গুলিতে নিহতের পিতা নুর ইসলাম, মাতা হাজেরা বেগম, স্ত্রী সাহিনা বেগম ও একমাত্র ৩ বছরের শিশু কন্যা আয়েসা খাতুনের পাশে বসে যাবতীয় ঘটনা শোনেন।
পরে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম নিহত পরিবার ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিষয়টি নিয়ে আমরা ও আমাদের সংগঠন দেখবো, আপনারা এ পরিবারের পাশে থাকবেন। পরে এনসিপি প্রতিনিধি দলটি নিহত ইবরাহিম বাবুর কবর জিয়ারত করেন ও কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সীমান্তের দিকে যান ও ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেবোনা দেবোনা বলে স্লোগান দেয়।
বিকাল ৫ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করার পর ঝিনাইদহের উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করেন।
কেকে/ এমএস