কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে পেকুয়া থানার তিনটি মামলায় রিমান্ড শেষে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে জাফর আলমকে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরওয়ার এ প্রতিবেদককে বলেন, সাবেক এমপি জাফর আলমকে গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন এবং পরে পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৮টি মামলায় মোট ২১ দিনের রিমান্ড শেষে পুলিশ আজ জাফর আলমকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, যে গত ২৭ এপ্রিল কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ডিবি পুলিশ ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার করেন।
কেকে/এএস