শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকালে উপজেলার গড়কান্দা এলাকায় এ কর্মসূচির সূচনা হয়। উপজেলা ও শহর বিএনপির একাংশ এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লিটন। প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ফাহিম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খোরশেদুর রহমান, সদস্য সচিব মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন, প্রকৌশলী ইসমাইল হোসেন বিদ্যুৎ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম রিপন, আলী আকবর চান্দু, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
কেকে/এএস