গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুরা হলো- জুনায়েদ (১৪) ও আব্দুল মোমিন (১৩)। তাৎক্ষণিকভাবে নিহত দুই শিশুর পরিচয় জানা যায়নি।
রোববার (৬ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে কোনাবাড়ী ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় মুদি দোকানি কাজল মিয়া(৩৫) জানান, সকাল থেকেই দুই শিশু নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজনসহ ও স্থানীয়রা পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করা হয় তাদের।
দুপুর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন খোলা কাগজকে জানান, পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুইটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহত শিশুদের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আমাদেরকে সময়মতো খবর দিলে আমরা দ্রুত উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে সহযোগিতা করতে পারতাম।
কেকে/এজে