বরগুনার বামনায় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার গোলচত্বরে বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার নেতৃত্বে শহরে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা বলেন, বরগুনা জেলায় ডেঙ্গু এখন একটি মহামারি রোগে পরিণত হয়েছে। এ থেকে বেঁচে থাকতে হলে আমাদের সচেতন হতে হবে, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
কেহ আক্রান্ত হলে ভয় পেলে চলবে না নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে । বেশি মারাত্মক কোনো সমস্যা হলে ৩৩৩ জরুরি সেবায় ফোন করে আপনারা পরামর্শ নিতে পারেন।
কেকে/এএস