গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আকরাম (২৩) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাতটার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
নিহত আকরাম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভালুকাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গাজীপুরা কাজীপাড়া এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিল আকরাম। অসাবধানতা বসত ভবন থেকে পা পিছলে নিচে পরে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নির্মাণাধীন ভবনটিতে কোন নিরাপত্তা বেষ্টনী ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়দের দাবী, নির্মাণাধীন ভবনের মালিক কাজী হারুন ও কন্টাকটরের গাফিলতির কারণে কোন নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়নি। তাদের অবহেলার কারণে একজন শ্রমিকের মৃত্যু হওয়ায় জড়িতদের শাস্তির দাবি করেন তারা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ এমএস