শিবচরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:৪১ পিএম

প্রতীকী ছবি
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে মাহাদী (১৩) ও ফারাবী (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) বিকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাদী উপজেলার চরজানাজাত ইউনিয়নের সাজিদুল ইসলাম সাজুর ছেলে ও ফারাবী একই এলাকার সোহান মিয়ার ছেলে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩টা দিকে পরিবারের অজান্তে শিশু দুটি বাড়ির পাশের খালের পাড়ে খেলতে যায়। এ সময় অসাবধানতার বসত পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে খালে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রতন শেখ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি কেউ আমাকে জানায়নি। খোঁজখবর নিচ্ছি।
কেকে/এএম