ভারতের পুরীতে জগন্নাথ রথযাত্রা চলাকালীন পদদলিত হয়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। খবর এনডিটিভির।
রোববার (২৯ জুন) দেশটির জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরের কাছে এই ঘটনা ঘটে।
এদিন ভোরে বড় সংখ্যক ভক্ত গুন্ডিচা মন্দিরে ‘দর্শন’-এর জন্য জমায়েত হয়েছিলেন। এই সময় হঠাৎ ভিড় বেড়ে গেলে কিছু লোক পড়ে যান এবং তার ফলে পদদলিতের ঘটনা ঘটে।
পরে প্রভাতী দাস, বাসন্তী সাহু ও ৭০ বছর বয়সী প্রেমকান্ত মহান্তি নামে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারা সবাই খুরদা জেলা থেকে এসেছিলেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, পুলিশের ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা ছিল অপর্যাপ্ত। ঘটনার সময় নিরাপত্তা বাহিনী ভিড় সামাল দিতে হিমশিম খায়।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জানিয়ে পুরীর কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর স্বাইন বলেন, যদিও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবে হঠাৎ করে জনতার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, প্রতিবছর রথযাত্রায় ভক্তরা রথ টেনে গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যান, পরে তারা জগন্নাথ মন্দিরে ফিরে আসেন।
কেকে/এআর