কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, বিনা পারিশ্রমিকে তিন হাজার মানুষের কবর খোঁড়া মো. মনু মিয়া (৬৭) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার জয়সিদ্ধি আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, কবর খুঁড়ে মনু মিয়া পার করে দিয়েছেন তার ৬৭ বছরের জীবনের ৪৯ বছর। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বখশিশ না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর।
স্থানীয় সূত্রে জানা যায়, কবর খোঁড়ার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি চৌদ্দটি ঘোড়া কিনেছেন। আর এ জন্য বিক্রি করতে হয়েছে তার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি। পৈত্রিক অন্য সম্পত্তি বন্ধক দিয়েই চলছিল নিঃসন্তান মনু মিয়ার সংসার। দ্রুততম সময়ের মধ্যে কবর খোঁড়ার কাজ করতে ঘোড়ায় চড়ে পৌঁছে যেতেন তিনি।
জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর গোরখোদক মনু মিয়র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে ওঠেননি। আমরা একজন দয়ার সাগর, নিঃস্বার্থ মানুষকে হারালাম। এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয়।
কেকে/এআর