ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, গাজার যুদ্ধও শেষ করো, জিম্মিদের ফিরিয়ে দাও।
মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে ইয়ার লাপিদ বলেন, ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজায় ২০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ করো।
তিনি লিখেছেন, "আর এখন গাজা। সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো!"
কেকে/এআর