ঈদ নাটকের সবচেয়ে বড় উৎসব। প্রতিবারের মতো এবারও ঈদকে ঘিরে নতুন কিছু নাটক চোখে পড়েছে। তার ভিড়ে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত নাটকের তালিকায় আছে মাসরিকুল আলমের তিন নাটক—‘ঘ্রাণ’, ‘বন্ধুত্ব নাকি প্রেম?’ ও ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’।
মায়ের জন্য শাড়ি কিনতে দোকানে যান আকাশ। কিন্তু কেমন শাড়ি কিনবেন, তা বুঝে উঠতে পারেন না। শপিং করতে থাকা এক নারীর পিছু নিলেন তিনি। পরে তার সহায়তায় মায়ের জন্য শাড়ি কেনেন। সেখানে জানা যায়, আজ তার মায়ের জন্মদিন। ঘ্রাণ নাটকটি মায়ের জন্মদিনকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও নাজনীন নেহা।
বন্ধুত্ব নাকি প্রেম? একটি ট্রিলজি। নাটকটি দুই বেস্ট ফ্রেন্ড রানা ও তুলিকে কেন্দ্র করে পাবলিক ইউনিভার্সিটির ছোট ছোট তিনটি গল্পে সাজানো। প্রথম গল্পটি একটি শার্টকে ঘিরে, দ্বিতীয় গল্পটি তুলির জন্মদিন নিয়ে এবং শেষ গল্পটি তুলির বিয়ের ওপর নির্মিত। এতে অভিনয় করেছেন জোভান ও পায়েল।
মেঘ বৃষ্টি রোদ্দুর গল্পে দেখা যায় হঠাৎ নিতু নামের একটি মেয়ে বৃষ্টির রাতে এক বাসায় এসে নিজেকে তাদের ছেলের বউ হিসেবে পরিচয় দেয়। সে জানায় তাদের ছেলে রাহুল তাকে বিয়ে করে বাসার সামনে এসে বাবার ভয়ে পালিয়ে যায়। এটাকে কেন্দ্র করে গল্পটা শুরু হয়। এতে অভিনয় করেছে অপূর্ব ও সাদিয়া আয়মান।
নাটক তিনটি নিয়ে মাসরিকুল আলম বলেন, ঈদে আমার তিনটা নাটকই আলাদা আলাদা ফ্লেভারের এবং সবগুলো নাটকই প্রশংসিত হচ্ছে। ঘ্রাণ দেখে সবার মায়ের জন্য একটু হলেও চোখের পানি এসেছে। বন্ধুত্ব নাকি প্রেম? পাবলিক ইউনিভার্সিটির তিনটা ছোট গল্পের ওপর নির্মিত। প্রতিটা গল্পই মানুষ কানেক্ট করেছে। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ দেখে সবাই বলছে হুমায়ূন আহমেদ ফিল পাচ্ছে।
কেকে/এএম