ময়মনসিংহের ভালুকায় বিষধর সাপের কামড়ে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাতে ভাড়া বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে একটি বিষধর সাপ জাহাঙ্গীর আলম কামড় দেয়, এতে জাহাঙ্গীর বিষে কাতর হয়ে পড়েন।
এ সময় স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল রেফার্ড করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে।
মিল শ্রমিক জাহাঙ্গীর আলম চট্টগ্রাম মিরসরাইয়ের আবুল বাসারের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভালুকা ইউনিয়নের মেহেরাবাড়ী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম উপজেলার মেহেরাবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ভাড়া বাড়িতে থেকে স্থানীয় সুলতানা সুয়েটার মিলে চাকুরি করতেন।
কেকে/এএম