বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      
আন্তর্জাতিক
হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১২:৩৭ পিএম
ক্যারোলিন লেভিত। ছবি: রয়টার্স

ক্যারোলিন লেভিত। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিতকে মনোনয়ন দিয়েছেন। তরুণ ও দক্ষ নেতৃত্বের প্রতি এই আস্থা ট্রাম্পের প্রশাসনের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প প্রেস সেক্রেটারির পদে ক্যারোলিন লেভিতের নাম ঘোষণা করেন।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন অত্যন্ত দক্ষ, দৃঢ়চেতা এবং যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় দক্ষতা প্রদর্শন করেছেন। আমি পূর্ণ আত্মবিশ্বাসী যে, তিনি এই পদে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা যথাযথভাবে পৌঁছে দিতে সক্ষম হবেন।’

২০১৬ সালে ট্রাম্পের প্রথম নির্বাচনী প্রচারের মুখপাত্র হিসেবে ক্যারোলিন তার কর্মদক্ষতা প্রমাণ করেছেন। এর পর তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্বও পালন করেছিলেন। ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেসের নিম্নকক্ষে প্রতিনিধিত্বের জন্য নির্বাচনেও অংশ নিয়েছিলেন, যদিও সেবার তিনি জয়ী হননি।

এদিকে ফক্স নিউজের পডকাস্টের একটি শোতে ক্যারোলিন বলেন, ‘আমি কোনও রাজনৈতিক পরিবারে বেড়ে উঠিনি। নিউ হ্যাম্পশায়ারের একটি সাধারণ ব্যবসায়ী পরিবারে আমার শৈশব কাটে। তবে কলেজে পড়াশোনার সময় থেকেই রাজনীতির প্রতি আগ্রহ জন্ম নেয়।’

ট্রাম্পের নির্বাচনী প্রচারে ন্যাশনাল প্রেস সেক্রেটারি হিসেবে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং গত জুলাইয়ে তিনি প্রথম সন্তানের জন্ম দেন, তবে সে সময়ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি।

৫ নভেম্বরের মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প তার প্রশাসন গঠনের কাজ শুরু করেছেন এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে শুরু করেছেন। ট্রাম্প তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের মধ্যে ভারসাম্য তৈরি করার লক্ষ্যে কাজ করছেন। ক্যারোলিনের মনোনয়ন এই উদ্দেশ্যকেই প্রতিফলিত করে।

এর আগে, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনে অন্য গুরুত্বপূর্ণ পদে নতুন নাম ঘোষণা করেছেন। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য কেনেডি জুনিয়রের নাম এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তুলসি গ্যাবার্ডের নাম প্রস্তাব করেছেন। কেনেডি জুনিয়র পরিবেশের সুরক্ষায় দীর্ঘদিন সোচ্চার এবং তুলসি গ্যাবার্ড সেনাবাহিনীর রিজার্ভ লেফটেন্যান্ট কর্নেল হিসেবে দেশের জন্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করেছেন।

ট্রাম্পের এই পদক্ষেপগুলো তার প্রশাসনের জন্য একটি শক্তিশালী ও সৃজনশীল দল গঠনের ইঙ্গিত দেয়, যেখানে তরুণদের নেতৃত্বে নতুন দিশা দেখতে পাওয়া যাবে।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   ট্রাম্প প্রশাসন   প্রেস সেক্রেটারি   ক্যারোলিন লেভিত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বারের সভাপতির সৌজন্য সাক্ষাৎ
চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শ্রম উপদেষ্টার বৈঠক
তিস্তা নদীর বুকে ভেসে আসা নবজাতকের লাশ উদ্ধার
খাদ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা

সর্বাধিক পঠিত

‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ গাড়ি পুড়ে ছাই
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কেশবপুরে ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধ, ব্যাহত শিক্ষা কার্যক্রম

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close