মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুভর্তি একটি ৩ টনি ট্রাকসহ অবৈধ বালু ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিগণসহ পলাতক অবৈধ বালু ব্যবসায়ী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গতকাল ১০ জুন বিকালে শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী গুণ সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের অন্তর্গত গোলগাঁও এলাকার জনৈক রহমান মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে বালুভর্তি একটি ৩ টনি ট্রাকসহ অবৈধ বালু ব্যবসায়ী চক্রের সদস্য, শাহবুদ্দিন মিয়া (২৪), আনোয়ার মিয়া (২২) এবং আকাশ মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ৩ টনি পুরোনো ট্রাক, যার রেজি. নং-ঢাকা মেট্রো-ড-১১-৩৮৭২ এবং ট্রাকভর্তি আনুমানিক ১৫০ (একশত পঞ্চাশ) ঘনফুট বালু, যাহার মূল্য অনুমান ৩,৭৫০/-(৩ হাজার ৭৫০) টাকা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা অবৈধভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করছে। যে বা যারা অবৈধভাবে বালু ব্যবসা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানার ওসি মো. আমিনুল ইসলাম।
কেকে/এএস