মাদারগঞ্জের জোনাইল বাজারে অবৈধভাবে দোকান দখলবাজির অভিযোগে যুবদল নেতাসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (২ জুন) সকালে লিখিত অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক হন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মো. শফিকুল ইসলাম ও মাদারগঞ্জ উপজেলার জোনাইল পূজা ঘাটি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সোহাগ মিয়া।
তাদেরকে জোনাইল বাজার থেকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মন্জুর কাদের বাবুল খান বলেন ‘বিষয়টি আমরা শুনেছি, তারা উপজেলা যুবদলের পদধারী নেতা, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএস