নাটোরের সিংড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে খাদ্য অধিদফতরের বরাদ্দকৃত ১৬ টন সরকারি চাল জব্দ করা হয়েছে।
বুধবার (২১ মে) রাত ৯টার দিকে হাট এলাকা থেকে খাদ্য অধিদফতরের লোগো সংবলিত দুটি ট্রাক থেকে এসব চাল জব্দ করা হয়।
সিংড়া সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, জব্দ করা চালগুলো কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব চাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অধীনে ইউনিয়ন পর্যায়ের উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে বিতরণ হওয়ার কথা ছিল। তবে শ্রমিকদের নগদ অর্থ দিয়ে কাজ করিয়ে সেই বরাদ্দকৃত চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সেনা সূত্র জানায়, খাদ্য অধিদফতরের সরকারি চাল ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু কিছু অসাধু জনপ্রতিনিধি ও ডিলার ইউএনও-কে অবহিত করে বা না করে, এসব চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন এবং চাল সরাসরি গুদাম থেকে বাজারে পাচার করেন।
জব্দকৃত চালগুলো সিংড়া থেকে বড়াইগ্রামের উদ্দেশে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে সিংড়া উপজেলা নির্বাহী অফিসারকে একাধিকবার তার সরকারি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চাল ক্রয়ের সঙ্গে জড়িত ব্যবসায়ী বাবু কমিশনার জানান, আমরা নিয়ম মেনেই চাল কিনেছি। সব কাগজপত্র আমাদের আছে। আমরা চাল ছাড়িয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি।
কেকে/এএম