নাটোরে মহাসড়কের গাড়ি থামিয়ে পুলিশ পরিচয়ে দুই পান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পান ব্যবসায়ীরা হলেন—রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)।
পান ব্যবসায়ী আবুল হোসেন জানান, রোববার সকালে রাজশাহীর পুঠিয়া থেকে নাটোরের দত্তপাড়া পান মোকামে পান আনেন তারা। এরপর দুজনে মিলে এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। পরে হিউম্যান হলারে করে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাদের গতিরোধ করে। এসময় পুলিশ পরিচয়ে প্রথমে তাদের পিস্তল দেখায় এবং পরে ছুরি ঠেকিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়। এরপর তারা মোটরসাইকেল করে দ্রুত পালিয়ে যায়।
এদিকে ছিনতাই কার্যক্রমে একটি ভিডিও পান ব্যবসায়ী বেল্লাল ধারণ করে রাখেন। যেখানে ছিনতাইকারী দুর্বৃত্তদের দেখা যায়। শনিবার সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, গাড়ি থামিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পরে এটা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের ভেতরে তাদেরকে আইনের আওতায় আনতে পারব।
কেকে/ এমএস