নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করেছে হারিয়ে যাওয়া ২২টি স্মার্টফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. জয়নুল আবেদীন, এসআই গৌতম কুমার পাল, এসআই আলী হোসেনসহ সিসিআইসির সদস্যরা।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, ডিবির ওসি মো. শাহ্ দারা খানসহ সিসিআইসি সদস্যরা উপস্থিত ছিলেন। মোবাইল ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীগন জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেকে/এএস