ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের যুবলীগ সভাপতি আতিকুর রহমান নয়ন (৪৭) কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ৩টায় উপজেলার কদমতলা বাজারে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ও জনসম্মুখে প্রপাগান্ডা ছড়ানোর সময় স্থানীয় জনতা আতিকুর রহমান নয়নকে আটক করে থানায় খবর দেয়।
ওই খবরের প্রেক্ষিতে ফুলবাড়ী থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত ৫ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার আতিকুর রহমান নয়ন উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেল।
অপরদিকে, (৮ এপ্রিল) রাতে ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার গোরক মণ্ডল এলাকার বেলাল হোসেনের ছেলে মো. আল-আমিনসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন, উপজেলার গোরক মণ্ডল এলাকার জাফর আলী ছেলে হাসছেন আলী, নজরুল মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক ও তালুক শিমুলবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শরিফুল ইসলাম সাগর।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতাসহ বাকি ৪ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে (৯ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
কেকে/এএস