নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেল থেকে নজরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের বাজেডুমরিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার উত্তর কলকন্ড কুড়িবিশ্যা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
নিহতের পরিবার ও কিশোরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) নজরুল ইসলাম পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন তাকে গ্রামের আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তাকে খুঁজে পাওয়ার জন্য রংপুর জেলাসহ আশপাশের উপজেলাগুলোতে মাইকিং করে।
সর্বশেষ আজ শুক্রবার সকাল ১০টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলে এলাকাবাসী একজনের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের লোকজন নজরুলের লাশ শনাক্ত করে।
নজরুল ইসলামের বড় মেয়ের ছেলে দুলু মিয়া জানান, আমার নানু মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। গত এক বছর ধরে প্রায় সময়ই সে বাড়ি থেকে বের হয়ে যেত। আবার আমরা খুঁজেও পেতাম। কিন্তু এবার খুঁজে পেলাম লাশ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেল থেকে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে।
কেকে/এএস