জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলনা আব্দুল হালিম বলেছেন, যে উন্নয়ন জনগণের ক্ষতি করে, আমরা সেই উন্নয়ন মেনে নেব না। রাজনীতি মানুষের জন্য, নিজেদের উপার্জনের জন্য নয়।
বুধবার (৩০ এপ্রিল) লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, ক্ষতিগ্রস্ত ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো একটি মৌলিক কাজ, যা মৌলিক ইবাদতের অংশ। নামাজ, রোজা পালন করা ফরজ কাজ, কিন্তু দুঃখ-দুর্দশার সময় পালিয়ে থাকলে ইবাদতের দায়িত্ব পালন হবে না। জামায়াতে ইসলামীর নেতারা নিজেদের উপার্জন থেকে জনগণের জন্য ব্যয় করেন।
এ সময় তার সাথে ছিলেন জামায়াতের জেলা আমির এ্যাডভোকেট আবু তাহের, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, লালমনিরহাটের ৩টি আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, আনোয়ারুল ইসলাম রাজু, হারুন অর রশিদ প্রমুখ।
কেকে/এআর