নাটোরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে পারে এই আশঙ্কায় নাটোরে ওই বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের একটি চক্র সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে তৎপর হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালায়। অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেকে/এমআই