রবিবার, ১১ মে ২০২৫,
২৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ১১ মে ২০২৫
শিরোনাম: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষ      নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম      আ. লীগ নিষিদ্ধে সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা      জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ      আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টা সময় দিলেন হাসনাত      আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না: জি এম কাদের      আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা করতেই জরুরি বৈঠক      
জাতীয়
এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাবে একমত জামায়াত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে। এছাড়া দলটি বহুত্ববাদকে পুরো বাদ দিতে হবে বলেও জানিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এসব কথা বলেন।

তিনি বলেন, প্রস্তাব করেছি সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। ১০ জনের একটি সমন্বয় কমিটি এসেছি। সোয়া ৫টা পর্যন্ত আলোচনা করেছি। আলোচনা অসমাপ্ত আছে, আবার বসা হবে।

ডা. আব্দুল্লাহ মো. তাহের আরও বলেন, বেশি তাড়াহুড়ো করছি না। উল্লেখযোগ্য সংস্কারের লক্ষ্য অর্জন করতে চাচ্ছি। কমিশনেরও লক্ষ্য জাতির জন্য প্রয়োজনীয় এবং অতিগুরুত্বপূর্ণ সংস্কারে পৌঁছানো।

আজ বেশ কিছু বিষয়ে তারা একমত হয়েছেন জানিয়ে বলেন, কিছু বিষয়ে নিজেরা প্রস্তাব দিয়েছি, কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। পরে আবার আলোচনা হবে। একমত হয়েছি একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।

সংবিধান সংশোধন নিয়ে তিনি বলেন, আর্টিকেল ৭০-এর ক্ষেত্রে কিছু সংশোধন সহকারে কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। সংবিধান পরিবর্তন, অর্থবিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট— এই তিনটি বিষয় ছাড়া যেকোনো বিষয়ে একজন সংসদ সদস্য দলের মত ও অবস্থানের বিপরীতে ভূমিকা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছি। আরও বিস্তারিত আলোচনা দরকার। এটি গঠনের প্রস্তাবনায় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে কমিটিতে না রাখতে বলেছি।

আনুপাতিক হার (পিআর) সিস্টেমে নির্বাচনের কথা বলেছেন জানিয়ে ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেন, এটা হলে নির্বাচনে যে দুর্নীতি, জবরদখল, ভোটবিহীন নির্বাচন ও টাকার খেলা বন্ধ হবে। বিশ্বের ৬০টির মতো দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছি।

আজ মূলত সংবিধানের ওপর আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংশোধন কীভাবে হবে, এ বিষয়ে পরে আলোচনা হবে। নারী আসন বিষয়ে চূড়ান্ত আলোচনা এখনো হয়নি, কিছু আলোচনা হয়েছে। এ ছাড়া বহুত্ববাদকে পুরো বাদ দিতে বলেছি। প্রস্তাব করেছি আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য।

কেকে/এজে

আরও সংবাদ   বিষয়:  দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়   জামায়াত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে চরমোনাই পীরের অভিনন্দন
নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু
ফ্যাসিস্টের পতনে ভারতের মাথা খারাপ হয়েছে: শফিকুল আলম

সর্বাধিক পঠিত

জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষমতার ভারসাম্য দরকার: জুনায়েদ সাকি
আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা করতেই জরুরি বৈঠক
নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম
পোরশায় বর্গাচাষিদের ওপর দুর্বৃত্তদের হামলা, আটক ২
৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিবচরের রিফাত

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close