বুধবার, ২৩ এপ্রিল ২০২৫,
১০ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের      কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার      সিদ্ধান্ত পাল্টে ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা      ‘রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, বহুমাত্রিক সংকট’      জিম্বাবুয়েকে মাত্র ১৭৪ রানের টার্গেট দিল বাংলাদেশ      অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা      আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লাগবে না অনুমতি: হাইকোর্ট      
জাতীয়
গণহত্যাকারী ও দেশদ্রোহীদের নাম মুছে ফেলতে হবে: কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৯:৩৬ পিএম  (ভিজিটর : ৭১)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ (অব.) বলেছেন, গণহত্যাকারী ও দেশদ্রোহীদের নাম বাংলাদেশের কোনো স্থানেই থাকা উচিত নয়। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার যেখানে যেখানে বিভিন্ন নামফলক স্থাপন করেছে, সেগুলো অপসারণের দাবি জানান তিনি।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমদ বলেন, সরকারি অর্থ ব্যয় করে শেখ মুজিব ও আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের নামে যেসব প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে, তা পরিবর্তন করতে হবে। এসব নামফলকের কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরো বলেন, বিভিন্ন সরকারি অফিস থেকে শেখ মুজিবের ছবি সরানোর নির্দেশ দিতে হবে। ৮ মাস পার হলেও এখনো কাগজের টাকায় শেখ মুজিবের ছবি কেন রাখা হচ্ছে?

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে কর্নেল অলি বলেন, জনগণের অর্থের অপচয় রোধ করতে মুক্তিযোদ্ধাদের নিকট অকাট্য দলিল থাকতে হবে। মিথ্যা তথ্য দিয়ে দেশের মানুষকে কলঙ্কিত করা যাবে না।

সরকারি গাড়ির অনিয়ম ঠেকাতে প্রতিটি গাড়ির নামপ্লেট লাল রঙের করার প্রস্তাব দিয়ে কর্নেল অলি বলেন, অনেক ইউএনও-এর তিনটি জিপ রয়েছে, যা জনগণের অর্থের অপচয়। সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের সব গাড়ির হিসাব রাখতে হবে এবং একটি ডাটাবেইজ তৈরি করতে হবে।

রাস্তার ওপর বসানো হাট-বাজার সরিয়ে জনগণের চলাচল নির্বিঘ্ন করার দাবি জানান তিনি। এ বিষয়ে ইউএনও ও সংশ্লিষ্ট ওসিদের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন। একই সঙ্গে পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার ফুটপাত ও রাস্তার ওপর থাকা অবৈধ দোকানপাট বন্ধ করে দোষীদের গ্রেফতারের দাবি জানান।

টেন্ডার দুর্নীতি, চাঁদাবাজি ও গুণ্ডামি বন্ধে সরকারি সব কার্যক্রম অনলাইনে আনার পরামর্শ দিয়ে কর্নেল অলি বলেন, ইঞ্জিনিয়ারদের অফিসে যেন কাউকে যেতে না হয়। ওসি, ইউএনও, এসপি ও ডিসিদের দুর্নীতিগ্রস্ত দালালদের গ্রেফতারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে।

সড়কে যানবাহনের নির্দিষ্ট লেন নিশ্চিত করা ও পুলিশকে তা কার্যকর করার নির্দেশনার দাবি জানিয়ে কর্নেল অলি বলেন, এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা করা উচিত।

জেলা বিচারালয়ে দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামারি ট্রায়ালের মাধ্যমে শাস্তি দেওয়ারও দাবি করেন তিনি।

বাংলাদেশে কমপক্ষে ২-৩টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়ে কর্নেল অলি বলেন, স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে, যাতে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমে। আপাতত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) সকলের জন্য উন্মুক্ত করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে. কিউ. সাকলায়েন, অধ্যাপক ওমর ফারুক, উপদেষ্টা সদস্য অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  কর্নেল অলি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’ ঘোষণা
শফিক রিয়ানের গল্পে তানিয়া বৃষ্টি-পার্থ’র ‘ক্যাফেতে ভালোবাসা’
কাশ্মীরে হামলা নিয়ে যা জানালো পাকিস্তান
ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেফতার
নেশার টাকার জন‌্য মাকে কোপালো ছেলে

সর্বাধিক পঠিত

প্রশিক্ষণ ছেড়ে আন্দোলনে শিক্ষক, সাংবাদিককে থানায় প্রবেশে বাঁধা
সাময়িক বরখাস্তের পর চূড়ান্ত অপসারণের পথে ইউপি চেয়ারম্যান
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা
নেশার টাকার জন‌্য মাকে কোপালো ছেলে
গজারিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close