ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বইমেলায় আর কে চৌধুরীর ১৬ বই

অনলাইন ডেস্ক
🕐 ১:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

বইমেলায় আর কে চৌধুরীর ১৬ বই

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার্স ফোরামের উপদেষ্টা আর কে চৌধুরীর ১৬টি বই।

ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত বইগুলো হলো স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, বঙ্গ বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ, একান্ন থেকে একাত্তর, বধ্যভূমির বিস্তীর্ণ স্মৃতি, একাত্তরের ডায়েরি, আপন আলোয় আলোকিত, আগরতলা, দৃষ্টিপাত, সময়চিত্র, সময়কথন, সংলাপ, কালের চিত্র, মুক্তবাক, বাতায়ন, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ ও আমার দেখা আমার লেখা।

একুশে গ্রন্থমেলার ইত্যাদি গ্রন্থ প্রকাশের ১১ নম্বর প্যাভিলিয়নে এ বইগুলো পাওয়া যাচ্ছে।

লেখালেখির পাশাপাশি কর্মময় জীবনে আর কে চৌধুরী মহান মুক্তিযুদ্ধের ২ ও ৩ নম্বর সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের যাত্রাবাড়ী ও ধানমন্ডি ঢাকা থেকে একাধিকবার নির্বাচিত কমিশনার ছিলেন। ঢাকা সিটি করপোরেশনের প্ল্যানিং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজউকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম ও বই লেখে সময় কাটাচ্ছেন তিনি।

 
Electronic Paper