নীলফামারী সদর উপজেলায় আবুজার রহমান চেয়ারম্যান নির্বাচিত
নীলফামারী প্রতিনিধি
🕐 ৯:০৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪
নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান চেয়ারম্যান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জ্যোর্তিময় রায় খোকন ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তি নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতিকে আবুজার রহমান ৪৮ হাজার ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক চন্দ্র চক্রবর্তি। ঘোড়া প্রতিকে তিনি পান ২৭ হাজার ৯৪৬ ভোট।
এছাড়া জ্যের্তিময় রায় টিয়া পাখি প্রতিকে ২২ হাজার ২৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ছিলেন সদর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব হর্ষ বর্ধণ রায় এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সান্তনা চক্রবর্তি প্রজাপতি প্রতিকে ৩৪ হাজার ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন সাবেক উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। ফুটবল প্রতিকে তিনি পান ২৫হাজার ৪০ ভোট।