শরীয়তপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ বলেছেন, মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। তারা ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছে। ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সারাদেশের মানুষ অপেক্ষায় আছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা পেদা বাড়িতে আয়োজিত পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। দেশকে এগিয়ে নিতে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। শরীয়তপুর থেকে হিংসা, সন্ত্রাস ও সহিংসতা দূর করার লক্ষ্যেই আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আমি ৩৫ বছর যাবৎ এই জনপদের মানুষের পাশে আছি। আমি নির্বাচিত হয়ে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। পাশাপাশি শরীয়তপুরকে আধুনিক জেলায় রূপান্তর করবো, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে সখিপুর থানা বিএনপির আহবায়ক এসএমএ হামিদ সরদার, সদস্য সচিব মোজাহারুল ইসলাম সরদার, যুবদলের সভাপতি মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, সহ-সভাপতি শাহাদাত বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাইজুল ইসলাম সরদার, সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল, ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সরদার, সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা প্রমূখ উপস্থিত ছিলেন।
কেকে/লআ