নিখোঁজের ৩ দিন পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মফিজুর রহমান মুগদা থানা থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) মুগদা থানা থেকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার স্ত্রী, শ্যালক ও ভাই-বোন উপস্থিত ছিলেন।
মফিজুর রহমানের পরিবার জানান, ‘আলহামদুলিল্লাহ, পিডিবির নির্বাহী প্রকৌশলী মফিজকে মুগদা থানা থেকে পরিবারের কাছে জিম্মায় দেওয়া হয়েছে। তার স্ত্রী, তার সেলোক তার ভাই-বোন এখানে উপস্থিত ছিল’।
উল্লেখ্য যে, টঙ্গিতে পিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে একদিনের একটি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশ নিতে (১৫ নভেম্বর) শনিবার বিকালে ঢাকার ডেমরায় স্বশুর বাড়িতে যান মফিজুর। পরদিন রোববার (১৬ নভেম্বর) সেখান থেকে টঙ্গিতে প্রশিক্ষণ কার্যক্রম শেষে দুপুরের দিকে বের হন।
মফিজুর রহমান স্ত্রী শারমিন জানান, এই সময়ের মধ্যে মোবাইল ফোনে ৩-৪ বার স্বাভাবিক কথা হয়েছে , ‘বিবিয়ানা থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে মফিজুরের বদলি হওয়ায় পরদিন সোমবার (গতকাল) তার সেখানে যোগদানের কথা ছিল। রোববার সর্বশেষ সন্ধা পৌনে ৬টার দিকে আমার সঙ্গে কথা হয়। তখন তিনি জানান, আমি বিদ্যুৎ ভবনে পিডিবি অফিসের দিকে যাচ্ছি। ডেমরায় ফিরতে দেরি হবে।’
‘রাত ৮ টা ২০ মিনিটের দিকে আমার মোবাইলে একটা ডাচবাংলা ব্যাংকের বুথ থেকে একটি ‘ওটিপি’ আসে। তখন আমার স্বামী আমাকে সেটি জানাতে বললে আমি তাকে জানায়। কিছুক্ষণ পর আরেকটি ওটিপি আসে। এরপর তাকে ফোন দিলে তিনি আর ফোন ধরেননি। রাত ১১টার দিকে ফোন দেওয়া হলে তা বন্ধ দেখায়,’ যোগ করেন শারমিন।
কেকে/এআর