রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দিনভর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) মোহাম্মদপুর থানা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, এলাকায় নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম, আগুন সন্ত্রাস, জ্বালাও–পোড়াও এবং ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বিভিন্ন স্থান থেকে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক যাচাই–বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মঙ্গলবারই তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সন্ত্রাস বিরোধী আইনে ২জন, ডাকাতির প্রস্তুতি ১জন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১জন, অন্যান্য অভিযোগ ১জন, পরোয়ানাভুক্ত ৫জন, ডিএমপি আইনে বিভিন্ন অপরাধে ১০জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ২০জন হলেন—মেহেদী, ফামি, আরিফ, সুমন মোল্লা, ফজলু, ইসমাইল হোসেন রাজু, মনির হোসেন, মো. রানা, হারুনুর রশিদ, ইসমাইল হোসেন জুবায়ের আগুন, তরিকুল ইসলাম রাজু, রাসেল মিয়া, হায়দার ইমাম রাব্বি, ইমন হাসান, নূর হোসেন মিলন, ইয়াসিন হাসান সেন্টু, বিকি, ইউসুফ, জনি ও হাসান।
এছাড়া এর দুই দিন আগে এলাকায় আরেকটি বিশেষ অভিযানে ১৫জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “আমাদের বিশেষ অভিযান চলমান থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
কেকে/ আরআই